জনপ্রতিনিধিদের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে আইনের ব্যবহার সুষ্ঠু হবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, জনপ্রতিনিধিদের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে সমাজে আইনের ব্যবহার সুষ্ঠু হবে না। তাই আইনকে অসম্মান বা অশ্রদ্ধা করা হয়, এমন কিছু না করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।
বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার বলেন, কিছু দিন ধরে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে। এজন্য শুধু একটি বিষয়কে দায়ী করলে হবে না। এজন্য অনেকগুলো বিষয়কে চিহ্নিত করতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু পরিবেশ দিলেই যে ভোটাররা আশ্বস্ত হবে, তা কিন্তু নয়। পারিপার্শ্বিক অবস্থাও ভোটারদের অনুকূলে থাকতে হবে।