জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে এসএ গ্রুপের শুভেচ্ছা

- আপডেট সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের কো-অডিনেটর হাসান মঞ্জুর। চুক্তি ভিত্তিতে আরো এক বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় এসএ গ্রুপের পক্ষ থেকে মো. মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়। এসময় এসএগ্রুপের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন তারা। দেশের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস খাতে এসএপরিবহনের অবদানের ভূয়সী প্রসংশা করেন মোস্তাফিজুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ২৫ মে থেকে অথবা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
গত ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ভূমিসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই বিভাগের অধীন।