জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপির কর্মসুচিতে বাধা দিচ্ছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার ভীত হয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। বরিশালের ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শান্তিপূর্ণ অনুষ্ঠানে আসার পথে আজও নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে দাবি করেন বিএনপি মহাসচিব।