জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জোর করে ক্ষমতা দখল করে বসে থাকায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। -এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির জন্য সব ধরনের চেষ্টার কথাও জানান তিনি। সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন বিএনপি মহাসচিব। বিদ্যুত ও পানির দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে থাকায় গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
বিদ্যুত ও পানির দাম বৃদ্ধিতে জনগণের কোনো ভোগান্তি হবে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব । সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
সিংক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি বিদ্যুত ও ওয়াসার বিল বাড়ানোর প্রতিবাদে সোমবারের কর্মসূচির কথাও জানান মির্জা ফখরুল।