জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা মোটেই কমেনি: হাফিজ উদ্দিন আহমেদ

- আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১২ বার পড়া হয়েছে
ডাকসু ও জাকসু নির্বাচনের কিছুটা প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আস্থাশীল নেতৃত্ব বিএনপিতে গড়ে না উঠলে আগামীতে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে দলটি। তবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য- অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, জনগণের কাছে বিএনপি’র জনপ্রিয়তা মোটেই কমেনি। বরং এখনো দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ- ডাকসু নির্বাচনের পর এর ফলাফল নিয়ে আলোচনা চলছে সব মহলে।
নির্বাচনের ভোটগ্রহণ থেকে শুরু করে এ পর্যন্ত গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিচার-বিশ্লেষণ। বিশেষ করে, জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবিতে বিস্মিত সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন,সরকারের জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল একটি বড় পরীক্ষা। সে পরীক্ষায় সরকার উতরে গেলেও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অনিয়মের অভিযোগে, ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করায় সরকার পড়েছে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে।
শিবির সমর্থিত প্যানেলের কাছে ছাত্রদলের পরাজয়ে প্রশ্ন উঠেছে, এই দায় কি মূল দল বিএনপি’র? ৫ আগষ্টের পর কি, নানা বিতর্কে বিএনপি’র ইমেজে চিড় ধরেছে? আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে কতটা?
বিএনপির সিনিয়র নেতারা প্রকাশ্যে স্বীকার না করলেও জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনে এমন অভাবনীয় পরাজয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছে দল।
দলটির অন্যতম প্রভাবশালী নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিএনপি এখনো সবচে’ বড় জনপ্রিয় দল। আগামী সংসদ নির্বাচনে অবশ্যই তারা জনসমর্থন নিয়ে এককভাবেই ক্ষমতায় ফিরতে সক্ষম।
এদিকে, বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, ডাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নেই। গ্রামীণ ভোটারদের মাঝে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আগ্রহ নেই বলে দাবি তাদের।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নূরুল আমিন বেপারী জানালেন ভিন্নমত। একাত্তুরের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভাব, ডাকসু তারই ধারাবাহিকতা। বিএনপিকে অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ের কারণ দীর্ঘদিনের পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা, যেখানে ছাত্রদল ও বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।