জনগণের কাঁধে দৈত্যের মতো চেপে বসেছে সরকারঃ রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জনগণের কাঁধে দৈত্যের মতো চেপে বসা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের বাক্যদূষণ ইদানিং মহামারির পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম-খুন, লুটপাট ও অর্থপাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তারা। কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের নেত্রীকে তুষ্ট করতে, একটু কৃপার লোভে ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন ভাষায় বক্তব্য-বিবৃতি দিয়ে সীমালংঘন করে চলেছেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।