জনগণকে সাথে নিয়ে সকল রাজবন্দিকে মুক্ত করা হবে : গয়েশ্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
মুক্তির দাবি নয়, জনগণকে সাথে নিয়ে সকল রাজবন্দিকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে একথা বলেন তিনি। দেশের সব কিছু সরকার নিজেদের আয়ত্ত্ব করেছে দাবি করে গয়েশ্বর বলেন, সরকারের দুনীতির বিরুদ্ধে এখন শুধু বিএনপি নয়, জনগণও রাজপথে নেমেছে। জনতার গণআন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হবে বলে আবারও মন্তব্য করেন তিনি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সঠিকভাবে হলে সরকার হার মানতে বাধ্য হবে বলে জানান বিএনপির এই নেতা।