জজ কোর্টে বোমা বিস্ফোরনের পরিকল্পনাকারী ‘বোমা মাওলানা’ গ্রেফতার
																
								
							
                                - আপডেট সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
 - / ২১৬১ বার পড়া হয়েছে
 
ঢাকা মহানগর জজ কোর্টে বোমা বিস্ফোরনের মূল পরিকল্পনাকারী বোমা মাওলানাকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ। সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, যুবদলের সভাপতি টুকুর সহায়তায় ৪০০টি বোমা তৈরি করে সরবরাহ করে মুকিত। এদিকে, ডিএমপির ট্রাফিক কনস্টেবল মতিয়ার রহমানকে হত্যা চেষ্টায় জড়িত জীবনকে রংপুরের গংগাচড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করার দিন ২০ নভেম্বর যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে বোমার বিস্ফোরণ ঘটনা ঘটে। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পরপরই আবার ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকিত ওরফে বোমা মাওলানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ি পোড়ানো ও বোমা বিস্ফোরণের দায়িত্বে ছিলেন বোমা মুকিত। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় অর্থের যোগানদাতা যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেও দাবি করেন হারুন অর রশীদ।
এদিকে, কামরাঙ্গীরচরে ট্রাফিক কনস্টেবল মতিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাতকারী ইসমাইল হোসেন জীবনকে রংপুরের গংগাচড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানান লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মো. জাফর হোসেন।
																			
																		















