জঙ্গী ছিনতাইয়ে জড়িতদের ধরতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রেব

- আপডেট সময় : ০৮:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান বরখাস্তকৃত মেজর জিয়ার পরিকল্পনায়, ১৮ সহযোগী ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে, আদালতের নিরাপত্তায় নিয়োজিত কোর্ট ইন্সপেক্টরসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।
জঙ্গী ছিনতাইয়ে জড়িতদের ধরতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রেব।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক দীপন ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে রেড এলার্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যব্স্থা।
এ ঘটনায় কোতয়ালী থানায় করা মামলায় ২০ জনসহ অজ্ঞাতানা আরো ২০ জনকে আসামী করা হয়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান জানান, জঙ্গি ছিনতাই মিশনে অংশ নেয় আনসার আল ইসলামর ১৮ জঙ্গি । তাদের মধ্যে ৬ জঙ্গি সরাসরি অংশ নিলেও বাকিরা আদালত পাড়া রেকি করে। তবে, আদালত প্রাঙ্গণে ছিনতাইয়ের নেতৃত্ব দেয় আইমান ও সাব্বিরুল হক চৌধুরী।
তিনি জানান, আদালত পাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান বরখাস্ত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া।
ছিনতাইয়ে জড়িত জঙ্গিদের নজরদারীতে রাখা হয়েছে বলে জানান হারুন অর রশীদ।
দায়িত্বে অবহেলার অভিযোগে, কোর্ট ইন্সপেক্টরসহ পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবার হলেন
মতিউর রহমান, নিরস্ত্র পুলিশ পরিদর্শক, নাহিদুর রহমান ভূইয়া, সহকারী পুলিশ পরিদর্শক, মো মহিউদ্দিন, এটি এসআই
এবং কনস্টবল শরিফ হাসান ও আব্দুর সাত্তার।
জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলাটি তদন্তের ভার ডিএমপির সিটিটিসিতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে জঙ্গিদের গ্রেফতারে রেবের সব ইউনিট মাঠে নেমেছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
ফিল্ম স্টাইলে রোববার পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে মোটরসাইকেলে করে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের দুই জঙ্গীকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা।