জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কমান্ডারসহ দুইজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৮২৪ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের রাজশাহী ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান। ইব্রাহিম খলিলের বাড়ি যশোরের ঝিকরগাছায়। আর নোমান নোয়াখালির কোম্পানীগঞ্জে। দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকি এ তথ্য জানান। অভিযানের সময় আরো চারজন পালিয়ে গেছে। তাদেরও আটকের চেষ্টা চলছে।