ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনের যাত্রী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল নামে ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন।
গেলো রাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৫ নাম্বার প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি রাতে ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এ সময় মোহনগঞ্জ থেকে আসা ট্রেনের যাত্রী গোপাল পাল ট্রেন থেকে নেমে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।