ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নাটোরে ব্র্যাক কর্মকর্তার টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলো শহরের নিচাবাজার এলাকার বিকাশ কুমার ও আলাইপুর এলাকার কাঞ্চন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার ব্র্যাক কর্মকর্তা বীনা পারভীন শহরের কানাইখালী এলাকার ব্র্যাক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে অফিসে ফেরার পথে দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযোগকারী বীনা পারভীন ব্র্যাকের সদর উপজেলা শাখার পিও কর্মকর্তা।