ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক

- আপডেট সময় : ০১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক তাকে আটক করে। আটকের পর রাতেই নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফরিদপুর কোর্ট পুলিশ পরিদর্শক নাজমিন আক্তার বলেন, তার বিরুদ্ধে পাঁচ ই আগস্ট ২০২৪ এর পর ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, গোলাম মোঃ নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতয়ালী থানায় গত ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।