ছাত্রলীগ নেতা তানভির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ছাত্রলীগ নেতা তানভির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী অধ্যাপক ইসমাইল হোসেন।
সকালে নগরীর সরাইপাড়ার নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, গেল ১৮ মার্চ গভির রাতে ছাত্রলীগ নেতা তানভিরকে ছুরিকাঘাতে হত্যা করে দুবৃত্তরা। কিন্তু এই ঘটনার পর তানভিরকে নিজের সমর্থক দাবি করে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মোরশেদ আলমের সমর্থকরা তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তানভির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি। এসময় ওয়ার্ড ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
















