ছাত্রদের মধ্য থেকে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে নেতা নির্বাচন করা হবে : নানক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
ছাত্রদের মধ্য থেকে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে নেতা নির্বাচন করা হবে। কাজেই ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। আর এ নির্বাচনের মধ্য দিয়েই বেরিয়ে আসবে ছাত্র নেতৃত্ব। আর এরইমাধ্যমে সমৃদ্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান।এমন মন্তব্য করেছেন- আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি বরিশাল সরকারি বিএম কলেজ মাঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে নতুন-পুরাতন শিক্ষার্থীদের সমন্বয়ে রেলি বের করা হয়। উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মো. গাউস মোসাদ্দিকসহ অন্যান্যরা। একসময় বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং ছাত্র সংসদের ভিপি ছিলেন জাহাঙ্গীর কবির নানক।