ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০৬:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাকায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে চট্টগ্রামে।
দুপুরে নগরীর পুরনো রেলস্টেশন মাঠে বিএনপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। দলটির নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান বিএনপি নেতারা। অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর হুশিয়ারিও জানান তারা।
ঝিনাইদহে জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। দুপুরে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপি’র আগামীকালের সম্মেলন সফল করতে সবাইকে আহবান জানান ব্ক্তারা। সেই সাথে খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। আলোচনা সভাশেষে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের হাতে সম্মেলনের সরঞ্জামাদি তুলে দেয়া হয়। পরে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা। কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।