ছাত্রদলের সমাবেশে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের সমাবেশে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সোমবার সারা দেশের জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকালে ছাত্রদলের সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে জানানো হয়, কারাবন্দি লেখক মুশতাককে হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনীর ‘নগ্ন হামলা’চালায়। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।