ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
হরতালের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ১০৯ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
শাহবাগ থানার ওই মামলায় জামিন বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে গত রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। হরতালের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। ওই দিন বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনার পর এই মামলা দায়ের করা হয় বলে জানান আইনজীবীরা।