ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে এ আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন। এদিকে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানকে প্রভাবিত করতে বাইরে থেকে কোনো চাপ নেই। অন্যান্য ক্ষেত্রে যেসব কার্যক্রম চলে, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম বা ব্যত্যয় হবে না বলেও জানান তিনি।
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণব যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য আদালতে আবেদন করে, দুদকের তদন্ত টিম।
সোমবার সকালে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, মতিউর রহমান, তার স্ত্রী সন্তানদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি তদন্তে টিম গঠন করে হয়েছে তাদের কর্যক্রম চলছে।

 
																			 
																		
















