ছন্দা রায় হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ছন্দা রায় হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনের সামনে মানববন্ধন করেছে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ও সহপাঠীদের দাবি, এটি হত্যাকাণ্ড। গত ৮ জুলাই দিনাজপুরের উত্তম কুমার রায়ের সাথে বিয়ে হয় ছন্দার।বিয়ের খরচের নামে ৪ লাখ টাকা যৌতুক নেয় উত্তমের পরিবার। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তাদের মধ্যে। উত্তম ছন্দার লেখাপড়া বন্ধের জন্য চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ করেন তারা। তবে নিহতের স্বামীর দাবি,এটি আত্মহত্যা। বিয়ের আড়াই মাসের মাথায় গতকাল বিকেলে ঢাকায় ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছন্দা রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।