চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে নাম লিখিয়েছে জার্মান ক্লাব লাইপজিগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে নাম লিখিয়েছে জার্মান ক্লাব লাইপজিগ। এক লেগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ২-১ গোলে
লিবসনে ম্যাচের শুরু থেকেই আক্রমণে লাইপজিগ। কাউন্টার এ্যাটাকে সজাগ ছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে, প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। গোল খরা কাটে বিরতির ঠিক পর পর। লাইপজিগের পাসিং ফুটবলে দিশেহারা অ্যাটলেটিকো ডিফেন্স। ড্যানি অলমোর গোলে ম্যাচের ৫০ মিনিটে লিড জার্মান জায়ান্টদের।২০ মিনিট পর বদলি নামা হোয়াও ফেলিক্সের গোলে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। ১-১ সমতায় যখন এগুচ্ছিলো ম্যাচ তখন সমীকরণটা পাল্টে দিলেন লাইপজিগের সুপার সাব অ্যাডামস। ৮৮ তার গোলেই শেষ চার নিশ্চিত করে জার্মান ক্লাবটি।