চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে আজ আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ
- আপডেট সময় : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আজ আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ নিয়ে বেশ সাবধানী বাভারিয়ান বস হ্যান্সি ফ্লিক।
ওয়ান্ডা মেট্রোপলিটনে ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়। একই সময়ে আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনশ্যান গ্ল্যাডবাখের প্রতিপক্ষ ইন্টার মিলান। বুন্দেস লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে হ্যান্সি ফ্লিকের এই দলটা দূরন্ত-অপ্রতিরোধ্য। তবে মিউনিখে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে বহুগুণে। যাতে রীতিমতো বিপর্যস্ত বাভারিয়ান শিবির। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বাধা বলতে ওই অতটুকুই। করোনাকালেও ছুটেই চলছে বায়ার্নের বাজির ঘোড়া। উড়তে থাকা এই দলটাকে থামাবে কে? প্রথম লেগে যে স্রোতে খড়কুটোর মতোন ৪-০তে ভেসে গেছে রোজি ব্লাঙ্কোরা। তবে সেই হারের পর খেলা ৮ ম্যাচের ৭টিতেই জিতে একটা বার্তাও দিয়ে রেখেছে সিমিওনের শিষ্যরা।



















