চৌদ্দ বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চৌদ্দ বছর পর পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে ২০২১ সালের জানুয়ারি মাসে দেশটিতে সফর করবে প্রোটিয়ারা। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে-বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট দলের সফল পাকিস্তান সফরের কারণে আত্মবিশ্বাস পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষবার ২০০৭-এ পাকিস্তান গিয়েছিলো প্রোটিয়ারা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৬ জানুয়ারি, করাচিতে। দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে, ৪ ফেব্রুয়ারি থেকে। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ১১ ফেব্রুয়ারি। একই ভেন্যু লাহোরে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় টি-টুয়েন্টি।



















