চোখের পানি ঝরছে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের

- আপডেট সময় : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ার পর, এখন চোখের পানি ঝরছে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে অসংখ্য মানুষের ফসলি জমিসহ ঘরবাড়ী ও গাছপালা। গত ক’দিন ধরে ভাঙ্গন দেখা দিয়েছে জেলার লৌহজং উপজেলায়। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বাজারসহ তিনটি গ্রামের অসংখ্য স্থাপনা। ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানিয়েছেন, নদী পাড়ের মানুষ।
মুন্সীগঞ্জে রাক্ষুসে পদ্মার শাখা নদী গোরগঙ্গা, লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের গ্রামগুলোতে চালাচ্ছে তান্ডবলীলা। এরিমধ্যে নদী গর্ভে চলে গিয়েছে প্রায় সাত একর ফসলি জমি। সব হারিয়ে ইতিমধ্যে অন্যত্র চলে গেছে প্রায় ৫০টি পরিবার। আতংক বিরাজ করছে ফুলকুচি, রসোকাঠী, বাসুদিয়া, খলাপাড়া গ্রামে। যে কোনো সময়, নদী গর্ভে বিলীন হতে পারে মাদ্রাসা-মসজিদ-কবরস্থান-বাজার-কমিউনিটি ক্লিনিকসহ প্রায় শতাধিক পরিবারের বাড়ি-ঘর।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবনটিও। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান, ইউএনও। গত কয়েক বছরে এ নদী গিলে নিয়েছে প্রায় ৭০ একর আবাদী জমিসহ অসংখ্য গাছপালা ও ঘরবাড়ি।