চৈত্র সংক্রান্তি আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ২৩৯৯ বার পড়া হয়েছে
আজ চৈত্র সংক্রান্তি। বাংলা ১৪২৮ সনের শেষ দিন। দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। চৈত্র সংক্রান্তি বা বছরের শেষ মানেই পুরাতনকে বিদায়ের আয়োজনে নতুনকে বরণ।
চৈত্র সংক্রান্তির উৎসবকে সনাতন ধর্মাবলম্বীদের ভাবা হয়ে থাকে। এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। পহেলা বৈশাখে বাংলা নববর্ষের দিনে নতুন খাতায় সেই হিসাব তোলা হয় যেটি হালখাতা নামে পরিচিত। চৈত্র সংক্রান্তিতে আরেকটি বড় আচার-অনুষ্ঠান হলো গম্ভীরা নাচ। আজও বরেন্দ্র অঞ্চল এবং রাজশাহীতে চৈত্র সংক্রান্তির দিনে গম্ভীরার প্রচলন রয়েছে। তবে বিজু বা বৈসাবী পালিত হয় দুই দিন ধরে। চৈত্র সংক্রান্তির আগের দিন হয় ফুল বিজু উৎসব।