চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুস্তাকিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুস্তাকিম চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়া দক্ষিণপাড়ার আব্দুল আওয়ালের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, গেল রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় মুস্তাকিমকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে শিশুটির অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শিশু ওয়ার্ডের কানসালটেন্ট জানান, শিশুটির নিউমোনিয়ার পাশাপাশি পাতলা পায়খানা ছিল। তবে সে করোনায় আক্রান্ত ছিল কিনা, তা পরীক্ষা করা হয়নি।