চুয়াডাঙ্গায় করোনার সংকটের মাঝে পাখিদের দু’বেলা খাবার দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় করোনার সংকটের মাঝে পাখিদের দু’বেলা খাবার দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।
খাবার নিয়ে পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস শহরের শহীদ হাসান চত্বরে এসে দাঁড়ালেই এক ঝাঁক নানা পাখির দল বিভিন্ন গাছ থেকে নেমে আসে রাস্তায়। খাবার হিসেবে শস্যদানা ছিটানোর পর পাখিরা তা খেয়ে আবার গাছে ফিরে যায়। পাখিদের সাধারণত চাল, গম, ভাত ও চানাচুর খেতে দেন তিনি। প্রতিদিন পাখিদের দু’বার এভাবে খাবার দিচ্ছেন মৃত্যুঞ্জয়। অনেক পথচারীকে খাবারের প্রত্যাশায় পাখিরা ঘিরে ধরলেও কেউ পাখির খাদ্য সঙ্কটের বিষয়টি অনুভব করেনি। কিন্তু চুয়াডাঙ্গার ট্রাফিক সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস ঠিকই অনুধাবন করেছেন। পাখিদের খাদ্য সঙ্কট মেটাতে এগিয়ে আসেন তিনি। যতদিন দেশে করোনার প্রভাব থাকবে, ততদিন তিনি এভাবে পাখিদের খাবার দেবেন বলে জানান।