চুয়াডাঙ্গায় এস এ পরিবহন এন্ড কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু

- আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ২২৮৭ বার পড়া হয়েছে
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যাত্রা শুরু হলো এস এ পরিবহন এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৯তম শাখার। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির কর্ণধার এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ ফিতা কেটে এর উদ্বোধন করেন। এর ফলে চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপুরন হলো। এ প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গার মানুষের জীবন মান আরো এক ধাপ এগিয়ে নেবে বলে প্রত্যাশা করেছেন জেলাবাসী।
দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে সুনামের সাথে এস এ পরিবহন এন্ড কুরিয়ার সার্ভিস কাজ করে আসছে। পাশ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় এর কার্যক্রম থাকলেও বঞ্চিত ছিল চুয়াডাঙ্গা জেলা। বিজয়ের মাসে বুধবার চুয়াডাঙ্গাবাসীর অনেকদিনের স্বপ্ন পূরণ হলো। এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৯তম শাখার উদ্বোধন করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। গতানুগতিক ধারার কুরিয়ার সার্ভিসের বাইরে গিয়ে গাহক সেবা দেবে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর । এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের সেবা চুয়াডাঙ্গার ব্যবসাকে সমৃদ্ধ করবে বলে জানালেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস সেবা দিয়ে জনমানুষের আস্থা অর্জন করেছে।এসএ পরিবাহনের মাধ্যমে চুয়াডাঙ্গার সাথে সারাদেশের সেতু বন্ধন স্থাপিত হয়েছে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জেলা দোকান মালিক সমিতির সভাপতি , প্রেসক্লাবের সভাপতিসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।