চুয়াডাঙ্গায় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে জেলা ছাত্রলীগের নেতা ও তার সহযোগীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সোহেল রানা ডালিম নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে জেলা ছাত্রলীগের নেতা ও তার সহযোগীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিসে যাওয়ার সময় এই ডালিম হামলার শিকার হন। রাস্তায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ডালিমের। এ সময় মোটরসাইকেলে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেও গুরুতর আহত ডালিমের ওপর আবারও সশস্ত্র হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাকে আরো ক্ষত বিক্ষত করা হয়।পরে পুলিশ পৌঁছালে হামলাকারিরা পালিয়ে যায়।























