চুয়াডাঙ্গায় ই-ট্রাফিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলায় আনুষ্ঠানিকভাবে ই-ট্রাফিক প্রসিকিউশনের উদ্বোধন করা হয়েছে।
সকালে স্হানীয় শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, এখন থেকে বিভিন্ন যানবাহন চেকিং করবে ইলেকট্রনিকস ডিভাইস। জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উদ্বোধনী সময়ে দুই মোটরসাইকেল চালকের গাড়ির ট্যাক্স টোকেন ও হেলমেট না থাকায় ১৩ হাজার টাকার জরিমানা করা হয়।
প্রসিকিউশন এন্ড ফাইন সিস্টেম সফট্ওয়ার হালনাগাদ হওয়ায় ঝিনাইদহে মামলা দিতে শুরু করেছ ট্রাফিক পুলিশ। শহরের পোষ্ট অফিস মোড়ে এ কার্যক্রমে বিভিন্ন প্রকার যানবাহনে বেশ কয়েকটি মামলা দেয়া হয়।