চুরির অভিযোগে নবম শ্রেণীর ছাত্রকে পাশবিক নির্যাতন
																
								
							
                                - আপডেট সময় : ০৮:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
 - / ১৫৮০ বার পড়া হয়েছে
 
মাদারীপুরের কালকিনিতে চুরির অভিযোগে আসিক চৌকিদার নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার ডাসার থানাধীন কমলাপুর বাজারের কালাই শিকদারের হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনা ঘটে। এতে বেশকিছু টাকা ও মোবাইল ফোন চুরি হয়। এ চুরির ঘটনায় অভিযোগ এনে পূর্ব কমলাপুর গ্রামের হিমজাল চৌকিদারের নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্র আসিক চৌকিদারকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কালাই শিকাদারের ভাই- এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ভাষাই। পরে তার নেতৃত্বে ভাষাইয়ের ঘরে বসে বোন-জামাই আবু হাওলাদার, স্ত্রী পারভিন ও এমদাদ সরদারসহ ৮ থেকে ১০ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই স্কুলছাত্রকে। পরে শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় আসিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দৃষ্টাস্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসীরা।
																			
																		















