চীন-ভারত সংঘর্ষের দুই সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সীমান্ত সফর
- আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
গালওয়ান উপত্যকা ঘিরে চীন-ভারত সংঘর্ষের দুই সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সীমান্ত সফর করেছেন। সেখানে ভারতীয় সেনা সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি । সকালে মোদী লাদাখ পৌঁছান বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
লাদাখের লেহ ও সীমান্তের কাছাকাছি অবস্থিত ফরওয়ার্ড ল্যান্ডিং গ্রাউন্ড নিমুতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমও নিশ্চিত করেছে। সফরে মোদীর সঙ্গে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানেও ছিলেন। জুনের মাঝামাঝি গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে নয়া দিল্লি। বেইজিং তাদের দিককার কোনো ক্ষয়ক্ষতির কথা জানায়নি। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল-এলএসি ঘিরে পাঁচ দশকের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের পর পারমাণবিক শক্তিধর দুই দেশের সেনা কমান্ডাররা দফায় দফায় বৈঠক করলেও সীমান্তে থমথমে ভাব কাটেনি।


















