চীনে হোটেল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চীনে হোটেল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। দেশটির পূর্বাঞ্চলে সুঝাউ শহরে ভবন ধসের ঘটনা ঘটে।
৩৬ ঘণ্টার উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া ২৩ জনকে বের করা হয় । যাদের মধ্যে ছয়জন জীবিত ও ১৭ জন মৃত ছিলো । দেশটির পূর্বাঞ্চলে সুঝাউতে স্থানীয় সময় বিকেলে সিজি কাইউয়ান নামের হোটেলটি ধসে পড়ে । নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনো চলছে । বিগত কয়েক বছরে ভবনটিতে বেশ কয়েকবার সংস্কার কাজ করা হয়েছে । ধারণা করা হচ্ছে সে কারণেই ভবনটি ধসে পড়তে পারে। এদিকে জিয়াংসু প্রাদেশিক সরকার বলেছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে । অভিযুক্তরা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন।