চীনে করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত একটি পাঁচতলা হোটেল ধসে পড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চীনে করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত একটি পাঁচতলা হোটেল ধসে পড়েছে। ধসের সময় সেটির ভেতর কমপক্ষে ৭০ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশংকা করা হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, শিনজিয়া এক্সপ্রেস হোটেলটি চালু হয় ২০১৮ সালের জুনে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পর এটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন। সেখানে আক্রান্তদের রেখে চিকিৎসা দেয়া হতো। সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলটির ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের দেড় শতাধিক কর্মী।