চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরো বাড়াতে চায় বাংলাদেশ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৯০৯ বার পড়া হয়েছে
বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগীতা জরুরী বলেও জানান শেখ হাসিনা। চারদিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
																			 
																		
















