চীনা নাগরিকদের অন এরাইভাল ভিসা বন্ধ করেছে বাংলাদেশ

- আপডেট সময় : ১০:৫২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবেলায় চীনা নাগরিকদের অন এরাইভাল ভিসা বন্ধ করেছে বাংলাদেশ। সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আগামী এক মাস বড় প্রকল্পে নিয়োজিত চীনা নাগরিকদের নিজ দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অন্যদিকে, উহান থেকে ফিরে আসাদের শরীরে এখনো করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থমন্ত্রী ডা: জাহিদ মালেক। দুপুরে নিজ নিজ মন্ত্রণালয়ে এসব তথ্য জানান তারা।
চীনের উহান শহরে শুরু হওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ গেছে তিনশোর বেশি মানুষের। চীন সরকারের পক্ষ থেকে ভাইরাসটি ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। শনিবার বিশেষ বিমানে ৩১২ জন বাংলাদেশীকে ফিরিয়েও আনা হয়েছে। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ওঠে আসে করোনাভাইরাস। এসময় চীনা নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যেসব চীনা নাগরিক কাজ করছে, তারাও যেন নিজ দেশে না যান, সে ব্যাপারে চীনা রাষ্ট্রদূতকে অনুরোধের কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, সচিবালয়ে ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন ফেরত ৩১২ জনের কেউই করোনা সংক্রমনে আক্রান্ত নয়। তবে দশজনকে হাসপাতালে রেখে পর্যবেক্ষন করা হচ্ছে।আশকোনা হাজক্যাম্পে এক রুমে গাদাগাদি করে রাখা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ীই রাখা হয়েছে।