চিড়িয়াখানায় হানা দিয়ে ৩টি শাবকসহ মা হরিণকে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত কুকুরদল

- আপডেট সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে এখন খাদ্য সংকটে কাহিল প্রাণিকূলও। বিশেষ করে কুকুর, বিড়ালের মতো প্রাণিগুলোই পড়েছে বেশি বিপাকে। খাদ্যসংকটে পড়ে রাজশাহী চিড়িয়াখানায় হানা দিয়ে ৩টি শাবকসহ মা হরিণকে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত কুকুরদল। তবে জেলা প্রশাসন জানিয়েছে, মানুষের ওপর নির্ভরশীল প্রাণিকূলের খাদ্যসংস্থানেও ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার হরিণদল এখন শোকে কাতর। এভাবেই গোল হয়ে দাঁড়িয়ে যেন সে কথাই জানান দিচ্ছে। কারণ, খাঁচার ভেতরে ঢুকে মাসহ চারটি হরিণশাবককে হত্যা করেছে একদল কুকুর। মৃত হরিণগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে খাঁচার ভেতরেই। দুরন্ত হরিণগুলোর চোখে মুখে আতঙ্ক… এখনো স্পষ্ট।
চিড়িয়াখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন বলছে, কুকুরগুলো উচ্ছিষ্ট খেয়েই বাঁচতো। কিন্তু করোনার কারণে বন্ধ থাকায় চিড়িয়াখানায় খাবার সংকট। তাই হরিণের খাঁচায় হানা দেয় ক্ষুধার্ত কুকুরদল। তবে অবশ্য, ভিন্ন কথা বলছেন প্রাণিবিশেষজ্ঞরা।
এদিকে, করোনা সতর্কতায় খাবারের হোটেল। পথেঘাটে নেই মানুষের তেমন উপস্থিতিও। এতে খাদ্য সংকটে পড়েছে কুকুর ও বিড়ালের মানুষঘেঁষা প্রাণিগুলো।
রাজশাহীহরিণ হত্যার ঘটনায় দায়ী ৫টি কুকুরকে ক্ষুধার্ত উল্লেখ করে শনিবার একটি প্রতিবেদন জমা দিয়েছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ও ভেটেরিনারি সার্জন।