চিত্রপরিচালক সোহানের মেয়ের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ২৫১৬ বার পড়া হয়েছে
চিত্রপরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ীর আবাসিক হোটেল ‘রংধনু’ থেকে গতরাতে সামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উত্তরা ৩ নম্বর সেক্টরে স্বামী তানিমের সঙ্গে থাকতেন সামিয়া। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে সামিয়া বাসা থেকে বের হয়েছিলেন। পুলিশ সামিয়ার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন জানান, রোববার দুপুরে দক্ষিণ যাত্রাবাড়ীর ‘রংধনু’ আবাসিক হোটেলে ওঠেন সামিয়া রহমান সৃষ্টি। সন্ধ্যার পর ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায়
তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।