চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার নথি দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ আজ এই আদেশ দেন।
সেইসঙ্গে নথি হারানোর ঘটনায় কেন তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের নথি গায়েব করার অভিযোগ করে বাদীপক্ষ। অভিযোগের সত্যতা পাওয়ায় আজ এই আদেশ দেয় হাইকোর্ট।