চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত

- আপডেট সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে দুই ভাইসহ আলাদা সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ, কুষ্টিয়া ও খাগড়াছড়িতে ৯ জন নিহত হয়েছে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে ফেনীর দেবীপুর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তুষার ও বিপ্লব নামে দুই ভাই’র নিহত হয়েছে। দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এদূর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় গাড়ীর চালক সাজ্জাদ ও নিহত তুষারের শ্যালক প্রণব। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির হোসেন দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সকালে ঝাউদিয়া থেকে আসা একটি ভ্যান মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লড়ি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও দু’জন। দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ওই দুই নারী স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে বালুবোঝাই লড়িটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন নামে একজন মারা যান। আহত বকুলা বেগমসহ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বকুলা বেগম মারা যান।
গতরাতে মানিকগঞ্জের মোল্লা বাজার একজন ও মানিকগঞ্জ সিংগাইরের পালড়া বাজারের কাছে মোটর সাইকেলের ধাক্কায় আরও একজন নিহত হন।
খাগড়াছড়ির গুইমারার হাফছড়ি জোরখাম্বা এলাকায় বাস ও মালবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ আহত হন ১২ জন।