চিকিৎসা না পেয়ে দুই সন্তানের লাশ নিয়ে হাইকোর্টে হতভাগ্য পিতা

- আপডেট সময় : ০৭:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় মৃত সন্তানদের নিয়ে হাইকোর্টে আসেন এক হতভাগ্য পিতা। তার বক্তব্য শুনে অসুস্থ জমজ নবজাতককে কেন হাসপাতালে ভর্তি করা হয়নি, ৪৮ ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতাল এবং মুগদার ইসলামিয়া মেডিক্যাল হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই নবজাতককে হাসপাতালে ভর্তি করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সময়ের খানিকটা আগেই পৃথিবীতে এসে পড়েছিল তারা। কিন্তু মানুষের পৃথিবীতে নিয়ম নামের নিষ্ঠুরতা দেখে হয়তো অভিমান করে সৃষ্টিকর্তার কাছেই অভিযোগ জানাতে পাড়ি জমায় সদ্যজাত এ দুই জমজ নবজাতক। অগ্রিম অর্থ জমা দিতে না পারায় কোনো হাসপাতালই তাদের ভর্তি করেনি। তাই ন্যায়বিচার প্রার্থনায় মৃত দুই সন্তানের মরদেহ নিয়ে হাইকোর্টে ছুটে আসেন হতভাগ্য পিতা আবুল কালাম আজাদ। হাইকোর্টের এই কর্মচারী জানান, অন্তঃসত্ত্বা স্ত্রীকে চেকআপের জন্য হাসপাতালে নেয়ার পথে সকাল পৌনে নটায় সিএনজিতেই প্রসব হয়ে যায় দুই জমজ সন্তান। এর মাঝে ৩টি সরকারী হাসপাতাল ঘুরলেও কেউ তাদের ভর্তি করেনি। পিতার এতসব চেষ্টার মাঝে দুপুর পৌনে দুটোয় মারা যায় মাত্র ৫ ঘন্টার জন্য পৃথিবীতে আসা এই দুই শিশু।
হাসপাতালের তথাকথিত নিয়মের বাধা ডিঙ্গিয়ে অসুস্থ রোগীরা যাতে টাকার আগে চিকিৎসা পায় সেই আকুতি ছিল সন্তানহারা এই পিতার কণ্ঠে।
এই অভিযোগের শুনানি নিয়ে ৩টি হাসপাতালের পরিচালককে ৪৮ ঘন্টার মধ্যে ভর্তি না করার কারণ ব্যাখ্যার নির্দেশ দেয় হাইকোর্ট।
একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কেন বেআইনি ও শাস্তিযোগ্য হবে না জানাতে রুল জারি করে উচ্চ আদালত।
আর কোন বাবা-মা যেন এভাবে তাদের শিশুদের না হারান– আদালতের কাছে সন্তানহারা পরিবারটির এটাই ছিল একমাত্র প্রত্যাশা।