চিকিৎসার প্রস্তুতিতে সরকারের ব্যর্থতার সমালোচনায় জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
একবছর সময় পেয়েও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়ে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের। দুপুরে দেশের করোনা পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে এবং মৃত্যু বেড়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগীদের আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু কিংবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন লজ্জাজনক বাস্তবতা।






















