চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেকের বেশি গ্রামের : স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

- আপডেট সময় : ০৭:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে অর্ধেকের বেশি গ্রামের। অর্থাৎ ৫০ শতাংশের বেশি রোগী গ্রাম থেকে সংক্রমিত হয়ে হাসপাতালে আসছেন।
সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা জানিয়েছে রোগীদের অধিকাংশের গ্রাম থেকে আসা। তারা হাসপাতালে আসছেন আক্রান্ত হওয়ার পরে, যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়েছে। এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনা ভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত হচ্ছেন বলে ধারণা করছেন। কেউ পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। খুব শিগিরই টিকা কার্যক্রম শুরু হবে, জানিয়ে তিনি বলেন, আবেদনের বয়সসীমা ৩৫ করে দ্রুত নিবন্ধন অ্যাপ খুলে দেয়া হবে।