চা শ্রমিকদের যত্ন নিতে মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
চা শ্রমিকসহ নিম্ন আয়ের সব মানুষের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের কথা মাথায় রেখে ওএমএস ও টিসিবি কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। দৈনিক মজুরি ১৭০ টাকা মেনে নেয়ায় চা শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি। চা শ্রমিকদের যত্ন নিতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়ার শ্রমিকদের দাবি পূরণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশ নেন শ্রমিক ও তাদের নেতারা। দুইদিন ধরে সব এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। শ্রমিক নেতাদের মধ্যে যারা কথা বলবেন, তাদের নামের তালিকাও করেছে প্রশাসন। চার জায়গায় শ্রমিকদের জন্য প্যান্ডেল তৈরি করে বসার ব্যবস্থা করা হয়। স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে প্রধানমন্ত্রীর আশ্বাসেই ধর্মঘট ভেঙ্গে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন শ্রমিকেরা।