চায়না কমলার আবাদ করে সাড়া ফেলেছে ঝিনাইদহের কলেজ ছাত্র

- আপডেট সময় : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
বিষমুক্ত চায়না কমলা লেবুর আবাদ করে এলাকায় সাড়া ফেলেছে ঝিনাইদহের কলেজ ছাত্র রিফাদ। নিজের অদম্য ইচ্ছা শক্তিতেই কমলা আবাদে সফল হয় সে। তার দেখাদেখি অনেকেই আগ্রহী হচ্ছে কমলা চাষে। কৃষি বিভাগের পক্ষ থেকে ফলন বৃদ্ধিতে দেয়া হচ্ছে নানা পরামর্শ।
সারি সারি চায়না কমলালেবু গাছ। গাছের সবুজ পাতার রঙ ছাপিয়েছে যেন হলুদ কমলালেবু। সবুজ পাতার মধ্যে হলুদ ফলের উঁকি যে কারও দৃষ্টি কাড়ে নিঃসন্দেহে। সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামে গেলে দেখা মিলবে এ দৃশ্যের। সুস্বাদু এ ফলের ভারে নুয়ে পড়ার মতো অবস্থা প্রতিটি গাছের। যা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে উৎসুক মানুষ। বাগান দেখে মুগ্ধতার শ্বাস ফেলছেন তারা। থোকায় থোকায় ঝুলে থাকা রসে ভরপুর গাঢ় কমলা রঙের সুমিষ্ট লেবু কিনছেও তারা।
৩ বছর আগে ইউটিউবে কমলালেবুর চাষ দেখে নিজের ১ বিঘা জমিতে দেড়’শ চারা রোপন করেন সদর উপজেলার পোড়াবাকড়ি গ্রামের কলেজ ছাত্র রিফাত হোসেন। কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত পরিচর্যা আর পরিমিত সারের ব্যবহার করে এ বছর ফলন পেতে শুরু করেছেন তিনি। ফলন আর দাম ভালো পেয়ে লাভের মুখ দেখছেন তিনি।
দেশেই ফল উৎপাদন করে আমদানী নির্ভরতা কমানোর উদ্দেশ্যে কলেজ ছাত্র রিফাতের।
কৃষি বিভাগ বলছে, ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে প্রযুক্তিগত নানা পরামর্শ ও সহযোগিতা
বাগানি রিফাত হোসেন জানান, এখন পর্যন্ত তার ১ বিঘা জমিতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আর ফল বিক্রি করে তিনি লাভের আশা করছেন দেড় লাখ টাকা।