চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ১৮২২ বার পড়া হয়েছে
চার দিনের সফরে পাবনায় অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সকালে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সাড়ে ১১টার দিকে মতবিনিময় সভায় যোগ দেবেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে। দুপুর ১টায় সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে নেতাকর্মীরা। বুধবার দুপুরে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন।রোববার হেলিকপ্টার যোগে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি।















