চার দিনের পরিবহণ ধর্মঘটে ৬ হাজার কোটি টাকার ক্ষতি খাতুনগঞ্জের ব্যবসায়ীদের

- আপডেট সময় : ০২:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চার দিনের পরিবহণ ধর্মঘটে অন্তত ছ’হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। এতে নিত্যপণ্যের সংকট তৈরী হওয়ার পাশাপাশি বাজারে অস্থিরতার আশংকা করছেন তারা। এদিকে, পরিবহন সংকটে পণ্য সরবরাহ বন্ধ থাকায় ভয়াবহ কন্টেইনার জটের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বন্দর। অফডক থেকে রপ্তানী পণ্যবাহী কন্টেইনার বন্দরে না যাওয়ায় স্লট খালি রেখেই নোঙ্গর তুলতে বাধ্য হচ্ছে একাধিক বিদেশী জাহাজ।
দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র এটি। গলিপথের দু’পাশে সারি বেধে দাঁড়িয়ে থাকা ট্রাক, কাভার্ডভ্যান থেকে পণ্য ওঠা-নামার চিরচেনা সেই দৃশ্য এখন নেই। ব্যস্ত ঠেলাগাড়িগুলো অলস বসে আছে। চারদিনের পণ্য পরিবহন ধর্মঘটে এমন স্থবিরতা নেমেছে বলে জানায় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি, দৈনিক অন্তত আড়াই হাজার কোটি টাকার ব্যবসা হয় খাতুনগঞ্জে। পরিবহন সংকটে তা কমেছে অন্তত ৭০ শতাংশ। বন্দর থেকে সময়মতো পণ্য খালাস করতে না পারায় আমদানী করা পচনশীল পণ্য নিয়েও চিন্তিত তারা। ফুটেজ-১
এদিকে, আমদানী পণ্য সরবরাহ না হওয়ায় বন্দরে তৈরী হয়েছে কন্টেইনার জট। এছাড়া ডিপো থেকে রপ্তানীপণ্য বন্দরে না ঢোকায় স্লট খালি রেখে জেটি ছাড়তে বাধ্য হচ্ছে বিদেশি জাহাজগুলো। এতে রপ্তানীমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশে নষ্ট হচ্ছে দেশের ভাবমুর্তি।
জ্বালানি তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার হঠাৎ করেই ধর্মঘটের ডাক দেয় পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন। ফুটেজ-২