চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার তীব্র যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
ইজতেমায় মুসল্লিদের সমাগম বাড়ায় যানবাহনের বাড়তি চাপে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আগত মুসুল্লিসহ কর্মজীবী যাত্রী ও সাধারণ মানুষ। পুলিশ জানায়, সকাল থেকে ইজতেমা অভিমুখে মানুষের আগমনকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। এছাড়া সকালে অফিসগামী মানুষের চাপও রয়েছে। ফলে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ।

















