চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৪:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । রোববার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে বিভিন্ন পদে ২৮ জন ফরম নিয়েছেন। এর মধ্যে ২৬ জন কেন্দ্রীয় সংসদে আর ২ জন হল সংসদে। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া নির্বাচনের এই পরিবেশ ভোটের দিন পর্যন্ত থাকবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
চাকসু নির্বাচনের ২৬টি এবং হলে ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরও নির্বাচনের প্রার্থী হতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সব প্রার্থীকে ডোপ টেস্টের ফলাফল জমা দিতে হবে। নির্দিষ্ট ফি দিয়ে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে এ পরীক্ষা করাতে হবে।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের চাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা।
চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। এ হিসাবে বর্তমানে চাকসুতে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।