চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে সরগরম ক্যাম্পাস

- আপডেট সময় : ০৬:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
আর একদিন পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন। এরইমধ্যে পুরো ক্যাম্পাসে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের আগের দিন থেকে ফলাফল প্রকাশের পর কমপক্ষে আট ঘণ্টা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এবারের চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোট গ্রহণ হবে। প্রতিটি রুমে গড়ে ৪০০-৫০০ শিক্ষার্থী ভোট দেবেন। রুমে গোপন বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি ভবনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। নিরাপত্তার অংশ হিসেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে, যারা প্রয়োজনে তিন মিনিটের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এছাড়া পুলিশের পাশাপাশি রেব, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা দায়িত্বে থাকবে।
ভোট গ্রহণ শেষে ফলাফল গণনা হবে দুই ধাপে-একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।
নির্বাচন উপলক্ষে তিন দিনব্যাপী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ১৪ অক্টোবর থেকে পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবে না।
ভোট চলাকালে অনুপস্থিত ভোটারদের ব্যালট সিলগালা করে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ফেরত নেওয়া হবে—যা স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে করা হচ্ছে।
১৫ই অক্টোবর ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রে পানি, মেডিকেল টিম ও জেনারেটর সাপোর্টের ব্যবস্থাও থাকবে।